কুসিক নির্বাচন; ২৭ ওয়ার্ডে ১৪জন নতুন মুখ

 

আবু সুফিয়ান রাসেল।।

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে বুধবার। নবীন-প্রবীণের সমন্বয়য়ে পাঁচ বছরেরর জন্য কাউন্সিলর নির্বাচিত হয়েছেন ২৭ জন। তাদের মধ্যে ১৪জন নতুন মুখ। নতুন কাউন্সিলর বিজয়ী হয়েছেন ২,৪,৬,৭,১২,১৪,১৬,১৭,১৮,১৯,২০,২২,২৩, ও ২৪ নং ওয়ার্ড থেকে। ১ নং ওয়ার্ডে কাজী গোলাম কিবরিয়া,২ নং ওয়ার্ডে গাজী গোলাম সারোয়ার শিপন, ৩ নং ওয়ার্ডে সরকার মাহমুদ জাবেদ, ৪ নং ওয়ার্ডে মোঃ নাসির উদ্দিন নাজিম, ৫ নং ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সৈয়দ রায়হান আহমেদ, ৬ নং ওয়ার্ডে আমিনুল ইকরাম, ৭ নং ওয়ার্ডে আবদুর রহমান, ৮ নং ওয়ার্ডে একরাম হোসেন, ৯ নং ওয়ার্ডে জমির উদ্দিন খান জম্পি, ১০ নং ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মঞ্জুর কাদের মনি, ১১ নং ওয়ার্ডে হাবিবুর আল আমিন সাদি, ১২ নং ওয়ার্ডে কাজী জিয়াউল হক, ১৩ নং ওয়ার্ডে মোঃ রাজিউর রহমান, ১৪ নং ওয়ার্ডে আবুল কালাম আজাদ, ১৫ নং ওয়ার্ডে সাইফুল বিন জলিল, ১৬ নং ওয়ার্ডে জাহাঙ্গীর হোসেন বাবুল, ১৭ নং ওয়ার্ডে হানিফ মাহমুদ, ১৮ নং ওয়ার্ডে শওকত আকবর, ১৯ নং ওয়ার্ডে রেজাউল করিম, ২০ নং ওয়ার্ডে মোঃ আনোয়ার হোসেন, ২১ নং ওয়ার্ডে কাজী মাহাবুবুর রহমান, ২২ নং ওয়ার্ডে মোঃ আজাদ হোসেন, ২৩ নং ওয়ার্ডে মোঃ আনিসুজ্জামান, ২৪ নং ওয়ার্ডে মোঃ মহিবুর রহমান তুহিন, ২৫ নং ওয়ার্ডে মোঃ এমদাদ উল্লাহ, ২৬ নং ওয়ার্ডে মোঃ আবদুস সাত্তার, ২৭ নং ওয়ার্ডে মোঃ আবুল হাসান।