ক্ষতিকর রং দিয়ে আইসক্রিম তৈরি, ফ্যাক্টরি সিলগালা- দুই লাখ টাকা জরিমানা

 

আমোদ প্রতিনিধি।।

স্বাস্থ্যর জন্য ক্ষতিকর রং ফ্লেভার ও নামি-দামি মোড়ক ব্যবহার করে আইসক্রিম তৈরির অভিযোগে একটি প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়েছে। এসময় সেই প্রতিষ্ঠানের মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়। বুধবার কুমিল্লার চৌদ্দগ্রামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মোঃ আছাদুল ইসলাম এ জরিমানা ও সিলগালা করেন।

 

সহকারী পরিচালক মোঃ আছাদুল ইসলাম জানান, মেসার্স নিউ কোয়ালিটি আইসবার নামক একটি প্রতিষ্ঠান নিজের নামে কোন আইসক্রিম প্রস্তুত না করে প্রতিষ্ঠিত বিভিন্ন ব্রান্ডের নাম দিয়ে তৈরি করেছেন। উপকরণ হিসেবে ব্যবহার করছেন বিভিন্ন অনুমোদনহীন রং ও ফ্লেভার। পরে প্যাকেজিং মেশিন দিয়ে বিভিন্ন ব্র্যান্ডের নামি-দামি কোম্পানির নামে মোড়কীকরণ করে বাজারে বিক্রি করছেন। ভোক্তা অধিকার বিরোধী এমন কর্মকা-ের দায়ে প্রতিষ্ঠানটিকে ২ লক্ষ টাকা জরিমানা এবং সিলগালা করা হয়। এ অভিযানে নিরাপদ খাদ্য পরিদর্শক একে আজাদ, চৌদ্দগ্রাম উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মাহতাব উদ্দিন এবং জেলা পুলিশের একটি টিম সহযোগিতা করেন।