খুঁটির সঙ্গে ধাক্কা লেগে প্রাণ গেলো মোটর বাইকের দুই আরোহীর

প্রতিনিধি।।
কুমিল্লার লাকসামে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মোড়ে থাকা নিরাপত্তা খুঁটির সঙ্গে ধাক্কা লেগে দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার রাত ৯টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম পৌরসভার ভৈষকোপালিয়া মোড়ে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন লালমাই হাইওয়ে থানার উপ-পরিদর্শক ফারুক হোসেন।
নিহতরা হলেন- মোটর সাইকেল চালক শান্ত পাশের লালমাই উপজেলার আলিশ্বর গ্রামের মৃত জহরলাল সিংহের ছেলে শাওন সিংহ (২৫) ও একই গ্রামের শুক্রধন সিংহের ছেলে আরোহী চয়ন সিংহ (২৪)। দুর্ঘটনায় তাদের বহনকারী মোটর সাইকেলটি ধুমড়ে-মুচড়ে যায়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে উপ-পরিদর্শক ফরুক হোসেন জানান, শনিবার রাত ৯ টার দিকে লাকসাম জংশন থেকে পাশের লালমাই উপজেলার আলিশ্বর গ্রামের বাড়ি ফিরছিল ওই দুই যুবক। কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়েকের লাকসাম পৌরসভার ভৈষকোপালিয়া মোড়ে পৌঁছালে রাস্তার পাশে থাকা নিরাপত্তা খুঁটির সাথে ধাক্কা খেয়ে দুই যুবক ঘটনাস্থলে নিহত হন।