গোমতীতে গোসল করতে গিয়ে নিখোঁজ সপ্তম শ্রেণীর শিক্ষার্থী

 

অফিস রিপোর্টার।।

ফুটবল খেলা শেষে গোমতী নদীতে গোসল করতে গিয়ে সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থী নিখোঁজ হয়। বুধবার কুমিল্লা আদর্শ সদর উপজেলার শুভপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ শিক্ষার্থী মোঃ জিহাদ (১৪) কুমিল্লা নগরী শুভপুর এলাকার মোটরপার্স ব্যবসায়ী আলমগীর হোসেনের ছেলে।

সন্তান হারিয়ে পাগলপ্রায় আলমগীর হোসেন জানান, তার দুই ছেলে এক মেয়ে। জিহাদ সবার ছোট। জিহাদ গোমতীরচরে ফুটবল খেলে। খেলা শেষে নদীতে গোসল করতে যায়। গোসল করার সময় পানির নীচে তলিয়ে যায়। এদিকে খবর পেয়ে বেলা ২ টায় কুমিল্লা ফায়ার সার্ভিসের একটি টিম খোঁজ শুরু করেন। পাশাপাশি বিকেল ৫ টায় চাঁদপুর থেকে একদল ডুবুরী এসে খোঁজ শুরু করে।

কুমিল্লা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আলী আজম জানান, বুধবার ফায়ার সার্ভিস ও ডুবুরির যৌথ অভিযান চালায়। সন্ধ্যা ৭ টা পর্যন্ত নিখোঁজ ছেলের কোন খোঁজ পাওয়া যায়নি। অভিযান আজকের মত বন্ধ করা হলো। বৃহস্পতিবার আবার অভিযান শুরু হবে।