চাঁদপুরের সাংবাদিক নেতা শাহ্ মোহাম্মদ মাকসুদুল আলমের দাফন সম্পন্ন

 

চাঁদপুর প্রতিনিধি :

 

চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি এবং দৈনিক সংবাদের স্টাফ রিপোর্টার সাংবাদিক শাহ্ মোহাম্মদ মাকসুদুল আলমের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার বাদ আছর চাঁদপুর শহরের তালতলাস্থ তাঁদের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এর আগে দুই দফা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। উভয় জানাজায় চাঁদপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ সাংবাদিক, মরহুমের আত্মীয়স্বজন, রাজনীতিবিদ ও এলাকার মুসল্লিরা অংশ নেন।

সাংবাদিক শাহ মোহাম্মদ মাকসুদুল আলম গতকাল ২৮ সেপ্টেম্বর সোমবার সকাল আনুমানিক ৯টায় চাঁদপুর শহরের তালতলাস্থ তাঁর বাসায় ইন্তেকাল করেন (ইন্না…রাজিউন)। তিনি দীর্ঘদিন নানা জটিল রোগে ভুগছিলেন। গতকাল সকালে তাঁর আকস্মিক মৃত্যু ঘটে। তাঁর মৃত্যুতে চাঁদপুরের সাংবাদিক সমাজে এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। আকস্মিক মৃত্যুর খবরে সকল পর্যায়ের সাংবাদিক শোকাহত হন। অনেকেই মৃত্যুর খবর শোনার সাথে সাথেই তাঁর বাসায় ছুটে যান। প্রেসক্লাব নেতৃবৃন্দ শাহ্ মোহাম্মদ মাকসুদুল আলমের পরিবারের মুরুব্বিদের সাথে আলোচনা করে তাঁর কর্মময় জীবনের স্মৃতি বিজড়িত চাঁদপুর প্রেসক্লাবে তাঁর মরদেহ শেষবারের মতো নিয়ে যান। সেখানে বাদ জোহর প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। অধিকাংশ সাংবাদিক এবং প্রেসক্লাব নেতৃবৃন্দ প্রথম জানাজায় অংশ নেন। এখানে জানাজার নামাজে ইমামতি করেন কালেক্টরেট জামে মসজিদের খতিব মাওঃ মোঃ মোশাররফ হোসেন। জানাজার পূর্বে বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ নাছির উদ্দিন আহমেদ, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সাবেক সভাপতি শহীদ পাটোয়ারী, বিএম হান্নান, ইকবাল হোসেন পাটোয়ারী, শরীফ চৌধুরী, সহ-সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, মরহুমের মেঝো ভাই শাহ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, চাঁদপুর ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক তালহা জুবায়ের। পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ। এ জানাজায় উল্লেখযোগ্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের নবাগত সদস্য ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমানসহ বিভিন্ন সাংবাদিকগণ।

এদিকে সাংবাদিক মাকসুদুল আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন বার্তা পাঠিয়েছেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। তাঁর শোকবার্তা পাঠ করেন শোনান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ।

বাদ আছর তালতলাস্থ আব্দুল করিম পাটওয়ারী বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের সর্বশেষ জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এই জানাজায় ইমামতি করেন মসজিদের খতিব মাওঃ আব্দুস সালাম। জানাজার পূর্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, মরহুমের বড় ভাই জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএমএম আলম, মরহুমের নিকটাত্মীয় জেলা দোকান মালিক সমিতির সভাপতি মোস্তাক হায়দার চৌধুরী ও চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ। পরিচালনা করেন মরহুমের মেঝো ভাই শাহ্ মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এ জানাজায় জেলা গণফোরামের সভাপতি অ্যাডঃ সেলিম আকবরসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাজা শেষে তালতলা এলাকায় অবস্থিত পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়।