চালক- হেলপার খাবার খেয়ে এসে দেখেন ট্রাক উধাও!

 

অফিস রিপোর্টার।।

চালক ও হেলপার সড়কের পাশে ট্রাক রেখে খাবার খেতে যান। খাবার খেয়ে এসে দেখেন ট্রাক উধাও! কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় এই ঘটনা ঘটে। চুরির ২০ দিন পর চাঁদপুরের হাজীগঞ্জ থেকে ট্রাকটি উদ্ধার করেছেন সদর দক্ষিণ মডেল থানা পুলিশ। এ সময় ৩৯৬ বস্তা পোল্ট্রি ফিড উদ্ধার করা হয়। বৃহস্পতিবার এসব তথ্য জানান কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবাশীষ চৌধুরী।
তিনি জানান, গত ১০ জুন রাতে মুন্সিগঞ্জ থেকে চট্টগ্রামগামী ৪১৫ বস্তা পোল্ট্রি ফিড ভর্তি ওই ট্রাকটি সদর দক্ষিণ থানার ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক সংলগ্ন ছন্দু হোটেলের সামনে পৌঁছায়। সেখানে চালক ও হেলপার রাতের খাবার খেতে যায়। তারা খেয়ে এসে দেখেন হোটেলের সামনে ট্রাকটি নেই। পরে এ ঘটনায় গত ১৪ জুন থানায় চুরির মামলা দায়ের করেন ট্রাকের মালিক।

তিনি আরও জানান, সর্বশেষ বুধবার রাতে হাজীগঞ্জ পৌর এলাকা থেকে ট্রাকটি এবং ৩৯৬ বস্তা পোল্ট্রি ফিড উদ্ধার করা হয়। এ সময় ট্রাকের বর্তমান চালক পালিয়ে গেলেও হেলপারকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ইমন হোসেন হাজীগঞ্জের বালিয়া গ্রামের বাসিন্দা। এ চুরির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।