ছিন্নমূল মানুষের পাশে কুমিল্লাস্থ বরুড়া ব্লাড ডোনার্স ক্লাব

আরো পড়ুন:
আমোদ ডেস্ক।।
কুমিল্লাস্থ বরুড়া ব্লাড ডোনার্স ক্লাবের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫শে ডিসেম্বর) রাতে কুমিল্লা নগরীর প্রায় অর্ধশত ভাসমান ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে স্বেচ্ছায় রক্তদাতাদের এ সংগঠন।
কুমিল্লা রেল-স্টেশন, শাসনগাছা, পুলিশ লাইন, ঝাউতলা, বাদুরতলা, টাউনহল মাঠ, সদর হসপাতাল এলাকা, টমছমব্রীজ এলাকাসহ মোট ৪১জন ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লাস্থ বরুড়া ব্লাড ডোনার্স ক্লাবের সভাপতি মো. মিজানুর রহমান ভূইয়া, সহ সভাপতি মাওলানা শফিকুল আমিন পাটোয়ারি, সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মাহিন উদ্দিন মাহি ও দপ্তর সম্পাদক সজিব ভূঁইয়া প্রমুখ।