ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন
প্রতিনিধি।
আরো পড়ুন:
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছেন। বৃহস্পতিবার কুমিল্লা দেবিদ্বার পৌরসভার ভিংলাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম জাহাঙ্গীর হোসেন (৩০)। ঘাতক তার আপন ছোট ভাই আলমগীর হোসেন (২৫)। বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কমল কৃষ্ণ ধর। তিনি জানান, ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। আসামিকে আটকের জন্য অভিযান পরিচালনা করছি। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোন অভিযোগ বা মামলা হয়নি।
স্থানীয়রা জানান, আজ সকালে বড় ভাই জাহাঙ্গীর হোসেন তার ছোট ভাই আলমগীরের স্ত্রীর সাথে জমি সংক্রান্ত বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়। দুপুরে ছোট ভাই আলমগীর তার বড় জাহাঙ্গীরকে বিষয়টি নিয়ে জিজ্ঞেসাবাদ করে। এসময় কথা-কাটাকাটির এক পর্যায়ে ছোট ভাই আলমগীর ছুরি দিয়ে বড় ভাই জাহাঙ্গীরের পেটে আঘাত মেরে পালিয়ে যায় ৷ স্থানীয়রা আহতকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।