জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চাঁদপুর জেলা ইউনিটের সম্মেলন
আরো পড়ুন:
আমোদ রিপোর্টার ।।
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চাঁদপুর জেলা ইউনিটের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক অ্যাডঃ মাসুদ আহমেদ তালুকদার।
বৃহস্পতিবার ( ২২ অক্টোবর ) দুপুরে জেলা আইনজীবী সমিতি মিলনায়তন সম্মেলনের উদ্ধোধন করেন জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ আহমেদ মানিক।
সম্মেলনে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মানুষের ভরসার স্থল হচ্ছে আদালত ও আইনশৃংখলা বাহিনী। এ দুটি স্থানেই আজ মানুষের ভরসা নেই। আইনশৃংখলা বাহিনী ও নিম্ম আদালতকে ব্যবহার করে সাধারন মানুষ এবং আমাদের নেতাকর্মীদেরকে গায়েবী মামলা সহ মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা হচ্ছে।
চাঁদপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডঃ কামালউদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ ইব্রাহীম খলিল।
ফোরামের সিনিয়র নেতা অ্যাডঃ আব্দুল্লাহ হিল বাকীর পরিচালনায় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাতীয়তাবাদী ফোরামের সদস্য ওমর ফারুক ফারুকি, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ মুজিবুর রহমান ভুইয়া, সিনিয়র আইনজীবী অ্যাডঃ ফজলুল হক সরকার,অ্যাডঃ শেখ আবুল খায়ের সালেহ ফোরামের সিনিয়র আইনজীবী অ্যাডঃ জহিরউদ্দিন ( বাবর বেপারী ), অ্যাডঃ জাহাঙ্গীর হোসেন খান, অ্যাডঃ মিজানুর রহমান, অ্যাডঃ কোহিনূর বেগম, অ্যাডঃ জাকির হোসেন ফয়সাল, অ্যাডঃ শাহেদুল হক মজুমদার সোহেল, অ্যাডঃ নূরুল আমিন খান আকাশ সহ অনান্য নেতৃবৃন্দ।
উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির জাতীয় নিবাহী কমিটির সহ-আইনবিষয়ক সম্পাদক অ্যাডঃ সৈয়দ মোঃ জয়নুল আবেদীন মেসবাহ, জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক অ্যাডঃ এমরান হোসেন, কেন্দ্রীয় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ সহ সমমনা আইনজীবী ঐক্যফ্রন্টের আইনজীবীগন।
সম্মলনে প্রধান অতিথি আগামী দুই বছরের জন্য চাঁদপুর জেলার সভাপতি হিসেবে অ্যাডঃ শরীফ মাহমুদ ফেরদৌস শাহিনকে সভাপতি, অ্যাডঃ এ জেড এম রফিকুল হাসান রীপনকে সাধারন সম্পাদক ও অ্যাডঃ কামাল হোসেনকে সাংগঠনিক সম্পাদক হিসেবে ঘোষনা করেন। আর এ কমিটিকে আগামী দুই সপ্তাহের মধ্যে পূনাঙ্গ কমিটি গঠন করার জন্য নিদেশ দেন।