জয়ের জন্মদিনে কুমিল্লায় যুবলীগের দোয়া

 

অফিস রিপোর্টার।।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র, প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৫২ তম জন্মদিন উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগ বুধবার বাদ যোহর কান্দিরপাড় কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে। এসময় উপস্থিত ছিলেন
দক্ষিণ জেলা যুবলীগ নেতা মোঃ আতিকুর রহমান খান পিন্টু, সাইফুল ইসলাম সুমন, মোহাম্মদ জালাল উদ্দিন, মোতাহের হোসেন জুম্মন, ইমতিয়াজ হাবিব,আহমেদ সেলিম, ফিরোজ আহমেদ রাসেল,আসাদুজ্জামান লিটন প্রমুখ।
দক্ষিণ জেলা যুবলীগ নেতা মোঃ আতিকুর রহমান খান পিন্টু বলেন, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিলের আহবানে আমরা বিভিন্ন সময় মানবিক কার্যক্রম পালন করি। বুধবার ডিজিটাল বাংলাদেশের রূপকার, সমৃদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে দোয়ার আয়োজন করেছি।