ঝমুরের কোলে পদ্মা ও সেতু

 

আমোদ প্রতিনিধি।।
কুমিল্লার বরুড়া উপজেলার শশইয়া এলাকার সোহাগ ও ঝুমুর দম্পতির ঘর আলোকিত করে এসেছে দুই নবজাতক। তাদের নাম রাখা হয়েছে পদ্মা ও সেতু। বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মঙ্গলবার নরমাল ডেলিভারিতে এই দুই নবজাতকের জন্ম হয়। তাদের বাবার সোহাগ সৌদি প্রবাসী।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুল হাসান সোহেল বলেন, নরমাল ডেলিভারিতে নারীদের আগ্রহী করতে অনেক আগ থেকেই কাজ করছি। এই দুই নবজাতকও নরমালে হয়েছে। নবজাতক ও তাদের মা সুস্থ আছেন। তাদের জন্মের পরই তাদের নাম রাখতে বলে পরিবার। পরে আমি তাদের পদ্মা ও সেতু নাম দেই। তাদের জন্মের পর নবজাতকদের ফুলেল শুভেচ্ছা জানান এবং উপহার দেই।

তিনি আরও বলেন, আমাদের কেউ যখন পদ্মা সেতু করতে অর্থ দেয়নি তখন আমাদের প্রধানমন্ত্রী নিজ দেশের টাকায় পদ্মা সেতু করে দেখিয়েছেন। এই ঘটনাকে স্মরণ করিয়ে রাখতেই মূলত তাদের এমন নাম রেখেছি।