টেলিভিশন বিতর্কে বিজয়ী কুবি ডিবেটিং সোসাইটি

 

কুবি প্রতিনিধি।।

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) আয়োজিত জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতার ১ম রাউন্ডে ঢাকা বিশ^বিদ্যালয় শহীদ আসাদ দলকে ২-১ ব্যালটে হারিয়ে বিজয়ী হয়েছে কুমিল্লা বিশ^বিদ্যালয় ডিবেটিং সোসাইটি দ্বীপশিখা। বৃহস্পতিবার বিকাল ৫টায় বাংলাদেশ টেলিভিশন রামপুরা কেন্দ্রে ‘দেশী প্রযুক্তিবিদরাই পারে আমাদের তথ্য প্রযুক্তি খাতকে উন্নত করতে’ শীর্ষক বিষয়ের উপর বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় কুমিল্লা বিশ^বিদ্যালয় টিম বিপক্ষ দল হিসেবে অংশ নেয়। কুমিল্লা বিশ^বিদ্যালয় টিম দ্বীপশিখা দলের পক্ষে বিতর্ক করেন সাদিয়া আফরিন দীপা, কাউসার আহাম্মেদ বাঁধন, আল নাঈম এবং সহযোগী ছিলেন মোঃ তরিকুল ইসলাম, জান্নাতুল ফেরদৌস, আতিকুজ্জামান মোল্লা এবং মোঃ রাসেল মিঞা। বিতর্কে যৌথভাবে শ্রেষ্ঠ বিতার্কিক হয়েছেন কুমিল্লা বিশ^বিদ্যালয় টিমের সাদিয়া আফরিন দীপা ও কাউসার আহাম্মেদ বাঁধন। এসময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ^বিদ্যালয় গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবদুল্লাহ আল মাহবুবসহ ডিবেটিং সোসাইটির অন্যান্য সদস্যরা।

এদিকে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হওয়ায় উপাচার্য প্রফেসর ড. এ. এফ. এম. আবদুল মঈন এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির কুবি ডিবেটিং সোসাইটি টিমকে অভিনন্দন জানিয়েছেন।