দেবিদ্বারে সার বিতরণ সংক্রান্ত অবহিতকরণ সভা

 প্রতিনিধি।।
“সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা- ২০২৫”” এর বিষয়ে অবহিতকরণ সভা  মঙ্গলবার দেবিদ্বার উপজেলার উপজেলা নির্বাহী অফিসারের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য সচিব ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ বানিন রায়ের সঞ্চালনায় উক্ত অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম। উক্ত সভায় দেবিদ্বার উপজেলার সকল বিসি আই সি, বিএডিসি, খুচরা সার বিক্রেতা, উপসহকারি কৃষি অফিসার ও উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
অবহিতকরণ সভায় নীতিমালা বাস্তবায়নের প্রক্রিয়া, বিভিন্ন ধাপ, ডিলার নিয়োগের যোগ্যতা, আবেদনের প্রক্রিয়া, চলমান মৌসুমে সার বিতরণ প্রক্রিয়া সম্পর্কে অনুচ্ছেদ সমূহ উল্লেখপূর্বক বিস্তারিত আলোচনা করা হয়েছে। মাঠ পর্যায়ে বিদ্যমান ডিলারদের মাঝে যেন নতুন নীতিমালা সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকে ও উপসহকারি কৃষি অফিসাররা যাতে মাঠ পর্যায়ের কৃষক ও ডিলার নিয়োগে আগ্রহীদের সঠিক তথ্য সরবরাহ করতে পারেন, সেলক্ষ্যে এই অবহিতকরণ সভা আয়োজন করা হয়েছে বলে আয়োজক উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটি জানায়। তাছাড়া বিদ্যমান রবি মৌসুমে মাঠ পর্যায়ে সারের সরবরাহ ও সরকার নির্ধারিত মূল্যে সার প্রাপ্তি নিশ্চিত করতে উপসহকারি কৃষি অফিসারসহ সংশ্লিষ্ট সকলকে দিক নির্দেশনা প্রদান করা হয়।

inside post

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ বানিন রায় জানান, বর্তমানে বিদ্যমান খুরচা বিক্রেতা সহ সার বিতরণ ব্যবস্থাপনা আগামী ৩১ শে মার্চ পর্যন্ত বলবৎ থাকবে। ফলে চলমান রবি মৌসুমে কৃষক পর্যায়ে সার সরবরাহের কোন সমস্যা হবে না। চলমান মৌসুমের প্রয়োজনীয় সকল সারের পর্যাপ্ত বরাদ্দ ও মজুদ আছে। কোথাও কোন অসুবিধা মনে হলে জানাতে হবে, সাথে সাথে ব্যবস্থা নেয়া হবে। তাছাড়া, যারা নতুন করে সার ডিলার হতে আগ্রহী তাদের নীতিমালা অনুসরণ করতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে নীতিমালা অনুযায়ী পত্রিকা, নোটিস বোর্ড ও ওয়েবসাইটে দেয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম বলেন, বিসিআইসি বা বিএডিসি সার ডিলারের পরিবর্তে সার ডিলাররা সরকারি সার ডিলার হিসাবে পরিচিত হবেন, এটা একই সাথে সম্মানের ও দায়িত্বের ব্যাপার। এই নীতিমালা কার্যকরের মাধ্যমে কৃষক দোঁড়গোড়ায় ন্যায্যমূল্যে সারের সরবরাহ নিশ্চিত হবে। দেশ ও কৃষকের স্বার্থে সবাইকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করতে হবে।

আরো পড়ুন