দারোগাবাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

 

অফিস রিপোর্টার।।

নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার কুমিল্লা নগরীর ১০ নং ওয়ার্ড দারোগাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নির্মাণ শ্রমিক মো.আবদুল লতিফের বাড়ি নীলফামারী জেলার সদর উপজেলার উত্তর কালিকাপুর গ্রামে।

নিহতের চাচাতো ভাই মো. হাবিবুর রহমান জানান, বুধবার সকাল থেকে তারা কয়েকজন শ্রমিক ৯ তলার নির্মাণাধীন ভবনের ৫ তলায় কাজ করছিলেন। আবদুল লতিফ নিচতলায় কাজ করছিলেন। এ সময় তারা নিচে এসে দেখতে পান আবদুল লতিফ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেঝেতে পড়ে আছেন। লতিফকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, আমরা বিষয়টি জেনেছি। খোঁজ নিয়ে বিস্তারিত জানাতে পারবো।