দুইলাখ টাকার ইয়াবাসহ আটক দুই যুবক
আরো পড়ুন:
আবদুল্লাহ আল মারুফ
কুমিল্লার লাকসামে প্রায় ৬৮০ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করেছে লাকসাম ক্রসিং হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার (৩ নভেম্বর) সন্ধ্যায় জেলার কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের বরুড়া উপজেলার নলুয়া চাঁদপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— চট্টগ্রামের সাতকানিয়া থানার দক্ষিন ঢেমশা এলাকার আবুল কাশেমের ছেলে ইমজান উদ্দিন হৃদয় (২৮) ও মৃত আবু তালেবের ছেলে মোঃ হারুন (২৫)।
শুক্রবার (৪ নভেম্বর) সকালে হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, পুলিশ দুজনকে সন্দেহজনক মনে করলে তাদের আটক করে। পরে তাদের কাছে ৬৮০পিস ইয়াবা পায়। যার আর্থিক মূল্য ২ লাখ ৪ হাজার ৩০০ টাকা। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।