চৌদ্দগ্রামে মাদক বিরোধী অভিযানে পাওয়া গেলো আগ্নেয়াস্ত্র

প্রতিনিধি।।

কুমিল্লার চৌদ্দগ্রামে পুলিশের মাদক বিরোধী অভিযানের সময় ল্যাংড়া আমির নামের স্থানীয় এক যুবকের ঘর থেকে আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। এসময় তার ঘর থেকে মাদক না পাওয়া গেলেও একটি পাইপ গান (এলজি), দুইটি রাবার বুলেট, একটি চাইনিজ কুড়াল, একটি সুলেমানি ছুড়ি ও একটি লোহার চাকু উদ্ধার করা হয়।

গ্রেফতার যুবক চৌদ্দগ্রাম উপজেলার ঝিকড্ডা পূর্বপাড়া ইসলাম মিস্ত্রী বাড়ির মো. ইউনুছের ছেলে আমির হোসেন ওরপে ল্যাংড়া আমির (৪৫)।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রামের গুনবতী ইউনিয়নের ঝিকড্ডা পূর্বপাড়া আমির হোসেন ওরপে ল্যাংড়া আমিরের বাড়িতে বুধবার (২ নভেম্বর) রাত ১০ টায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় তার ঘর থেকে মাদক পাওয়া না গেলেও ঘরের সিলিংয়ের ওপর থেকে  প্লাস্টিকের ব্যাগ ভর্তি অস্ত্র ও গুলি পাওয়া যায়।

ওসি আরও বলেন, তার বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে।