দেবিদ্বারের শেখ রাসেলের জন্মদিন পালিত

 

অফিস রিপোর্টার।।

কুমিল্লার দেবিদ্বারে শেখ রাসেল দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করেছে উপজেলা প্রশাসন। সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশিকুন নবী তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ। সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি বক্তব্য প্রদান করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভুমি) মোঃ গিয়াস উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কাশেম ওমানী, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নাজমা বেগম, মাধ্যমিক শিক্ষা অফিসার জিন্নাহ বাঙ্গালী, দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান ভুইয়া, মহিলা আওয়ামী লীগ কুমিল্লা উত্তর জেলা সভাপতি শিরিন সুলতানা প্রমুখ।