দেবিদ্বারে মামলা দিয়ে হয়রানির অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন

 

প্রতিনিধি ||

কুমিল্লার দেবিদ্বার পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল আলিমের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সড়কের দেবিদ্বার পৌর এলাকার বারেরা অংশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ৬নং ওয়ার্ডের  কয়েক হাজার নারী-পুরুষ  অংশগ্রহণ করেছেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ৬নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা মাওলানা ফিরুজ আহামেদ, সগির আহামেদ, বাবুল সরকার, গাজি ফকির, খলিলুর রহমান ভূঁইয়া, কাউন্সিলরের স্ত্রী আকলিমা আক্তার, শিক্ষক তাহমিনা আক্তার, নাছিমা প্রমুখ।

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, দেবিদ্বার পৌরসভার ৬নং ওয়ার্ড এ অঞ্চলের একটি শান্তিপ্রিয় এলাকা। এ এলাকার স্বনামধন্য কাউন্সিলর আব্দুল আলিম। তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন। প্রবাস থেকে দেশে এসে ব্যবসা শুরু করেন। এখনো তিনি ব্যবসা করছেন। ৬ নং ওয়ার্ডের জনগণের কথায় তিনি দেবিদ্বার পৌরসভার প্রথম নির্বাচনে অংশগ্রহণ করে বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। কাউন্সিলরের বিরুদ্ধে এমন মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা কখনোই ৬ নং ওয়ার্ডের জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। আমরা এই মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

আলিম কাউন্সিলরের স্ত্রী আকলিমা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যাকারীদের পক্ষে আমার স্বামীর কোনো সমর্থন ছিল না। গত ৪ আগস্ট দেবিদ্বার সদরে যে হত্যাযজ্ঞ চলেছে তাতেও আমার স্বামীর কোনো ভূমিকা ছিলনা। এ ঘটনার আগে থেকেই ব্যক্তিগত কাজে তিনি কক্সবাজারে অবস্থান করেছেন। আমার স্বামীকে হয়রানি করতে মামলায় তার নাম দিয়েছে একটি কুচক্রী মহল। প্রশাসনের কাছে আকুল আবেদন এ মামলা থেকে আমার স্বামী কাউন্সিলর আব্দুল আলীমকে মুক্তি দেওয়া হোক।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, আলিম কমিশনার যে মামলায় আসামি ওই মামলার কাগজপত্র এখন পর্যন্ত আমার হাতে আসেনি। দেবিদ্বারে হত্যা ও হত্যাচেষ্টার যেসব মামলা হয়েছে আমরা সেসব মামলার তদন্ত করছি। মামলায় কোনো নিরপরাধ ব্যক্তি হয়রানির শিকার হবেন না।