মুন্সী জিন্নাত আলী ওয়েলফেয়ার ট্রাস্টের অভিষেক


 প্রতিনিধি।।
কুমিল্লার বরুড়া উপজেলার আমড়াতলীর ফলকামুড়ি গ্রামে শাহের বানু আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে মুন্সী জিন্নাত আলী ওয়েলফেয়ার ট্রাস্টের অভিষেক অনুষ্ঠান। রবিবার আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সী জিন্নাত আলী ওয়েলফেয়ার ট্রাস্ট ও শাহের বানু আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা  আব্দুল হক।
প্রধান অতিথি ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশ সদর দপ্তরে কর্মরত সহকারী পুলিশ সুপার (এএসপি) মোঃ সাইফুল ইসলাম এবং শাহের বানু আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সভাপতি আমীন নার্গিস।
অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন ধর্মীয় শিক্ষক আশিকুন নবী, গীতাপাঠ করেন শিক্ষক তরুণ সরকার, এবং ত্রিপিটক পাঠ করেন শিক্ষার্থী সুদীপ্ত চাকমা।
সঞ্চালনায় ছিলেন শিক্ষক নয়ন দেওয়ানজী, শাকিলা ইসলাম ও আবদুর রহমান জকির।
অনুভূতি প্রকাশ ও বক্তব্য পর্বে অংশ নেন ট্রাস্টের উপদেষ্টা মাস্টার আব্দুল হক, শাহের বানু আইডিয়াল স্কুলের সাবেক প্রধান শিক্ষক মোকলেসুর রহমান, সাংবাদিক মোঃ ইলিয়াছ আহমদ, আমড়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সোলেমান হোসেন, সমাজসেবক জিয়াউল কাউসার, ভিপি মোঃ মুজিবুর রহমান, শিলমুড়ী দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিখিল দাস, আমড়াতলী সি আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি শাহ আলম বাবুল, কৃষি ব্যাংকের কর্মকর্তা মোঃ নাছির উদ্দীন পাটোয়ারী, ব্যাংকার আবদুল মমিন, এবং বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মামুনুর রশিদ রাসেল ও বাবু দীলিপ বড়ুয়া প্রমুখ।
শাহের বানু আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের স্কাউট সদস্যদের প্রেসিডেন্ট পদক অর্জন এবং এ-প্লাস পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
ধন্যবাদ জ্ঞাপন করেন শাহের বানু আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম মজুমদার।

inside post

অনুষ্ঠানটির সার্বিক সমন্বয় করেন সহকারী প্রধান শিক্ষক কামরুন নেছা।

আরো পড়ুন