দেবিদ্বার বাসীর পাশে ডাঃ ফেরদৌস খন্দকার

 

 

 

দেবিদ্বারে নিউইয়র্ক প্রবাসী শেখ রাসেল ফাউন্ডেশন নিউইয়র্ক শাখার সভাপতি ডাঃ ফেরদৌস খন্দকার এর অর্থায়নে পরিচালিত পাশে আছি কোভিট ১৯ সেবা কন্ট্রোল রুমের সেচ্ছাসেবকের মাধ্যমে দেবিদ্বার সরকারি হাসপাতালে ২৯৪০০ লিটার অক্সিজেন সিলিন্ডার, মাস্ক, হ্যান্ডসেনিটািজার, সাবান প্রদান করেন।

দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহাম্মদ কবীর এর নিকট
স্বাস্থ্য সেবার সরঞ্জাম তুলে দেন ডাঃ ফেরদৌস খন্দকার এর পক্ষে দেবিদ্বার উপজেলা শ্রমীকলীগের সাধারণ সম্পাদক ডাঃ ফেরদৌস খন্দকার এর সেবা কার্যক্রমের সম্বনয়ক
কাউছার হায়দার, উপজেলা মহিলা শ্রমীকলীগের সদস্য সচিবও পাশে আছি কোভিট ১৯ সেবা কন্ট্রোল রুম এর ইনর্চাজ শাহিনুর লিপি।

—সংবাদ বিজ্ঞপ্তি।।