দৌলতপুরে ইনসাফ কনস্ট্রাকশনের উদ্বোধন

 

অফিস রিপোর্টার।।
কুমিল্লায় ভবন নির্মাণ সামগ্রীর সেবা পৌঁছে দেয়ার প্রত্যয়ে শহরতলীর দৌলতপুর ইনসাফ গার্ডেন সিটি এলাকায় যাত্রা শুরু করল ইনসাফ কনস্ট্রাকশন।
শনিবার ফিতা কেটে ইনসাফ কনস্ট্রাকশন ভবন নির্মাণ সামগ্রী বিক্রয় প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন, ইনসাফ গার্ডেন সিটির চেয়ারম্যান অধ্যাপক একেএম এমদাদুল হক মামুন।

দৌলতপুর তামিরুল উম্মাহ আলিম মাদ্রাসা মিলনায়তনে প্রথমে মাওলানা ইকবাল হোসাইন মজুমদারের কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু করা হয়।

পরে আলোচনা সভায় ইনসাফ গার্ডেন সিটির চেয়ারম্যান অধ্যাপক একেএম এমদাদুল হক মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অধ্যাপক নুরুল হুদা, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মাছুম মিল্লাত, ইনসাফ গার্ডেন সিটি কল্যাণ সমিতির সহ-সভাপতি আব্দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সবুজ, কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী, ইনসাফ গার্ডেন সিটির প্রকল্প পরিচালক জসিম উদ্দিন, পরিচালক সদস্য মাজহারুল হক তপু, মুজিবুর রহমান সরকার ও অধ্যাপক রুহুল আমিন, আবুল খায়ের স্টিলের জোনাল ম্যানেজার জহির আহমদ, ক্রাউন সিমেন্টের জোনাল ম্যানেজার সাইফুল ইসলাম ও ইঞ্চি সিমেন্টের জোনাল ম্যানেজার নূর মোহাম্মদ প্রমুখ।

পরে ইনসাফ গার্ডেন সিটির ইনসাফ কনস্ট্রাকশনের সার্বিক সফলতা, দেশ ও জাতির মুক্তি কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।