গাঁজার দুর্গন্ধে দম বন্ধ!


কুমিল্লা রেলওয়ে স্টেশনে দাঁড়ালেই নাকে লাগে গাঁজার তীব্র গন্ধ। বিশেষ করে সন্ধ্যা নামার পর যেন পুরো এলাকা পরিণত হয় মাদকসেবীদের আড্ডাখানায়। স্টেশনের দক্ষিণ ও পশ্চিম দিকের রেললাইন, প্ল্যাটফর্মের ধারে এমনকি যাত্রীদের বসার জায়গাতেও দেখা যায় নেশায় বুঁদ হয়ে থাকা ব্যক্তিদের।
স্থানীয়দের অভিযোগ, ছিন্নমূল কিছু মানুষ, ছদ্মবেশে থাকা মাদকাসক্ত এবং বাইরের এলাকার সেবনকারীরা প্রতিদিন সন্ধ্যার পর স্টেশন এলাকাকে রীতিমতো দখলে নেয়। এ সময় তারা কোনো ভয়-শঙ্কা ছাড়াই গাঁজা টেনে পরিবেশকে ভারী করে তোলে। এতে যাত্রীরা শুধু অস্বস্তিতেই পড়েন না, বরং নিরাপত্তাহীনতাও অনুভব করেন।
যাত্রী মো. রিয়াজ উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, স্টেশনে সন্ধ্যার পর আর দাঁড়ানোই যায় না। চারপাশে গাঁজার এমন গন্ধ যে মাথা ভার হয়ে আসে। যারা নেশা করে, অনেকে আবার খারাপ ভাষা ব্যবহার করেন এবং অশালীন আচরণও করেন। শহর ও আশপাশের এলাকা থেকে প্রতিদিনই বহু মানুষ বিনোদনের উদ্দেশ্যে স্টেশনে আসেন। পরিবার-পরিজন নিয়ে ট্রেন দেখার সেই আনন্দ এখন পরিণত হচ্ছে বিরক্তিতে।
দর্শনার্থী মিজানুর রহমান জানান, বাচ্চাদের ট্রেন দেখাতে এসেছিলাম। কিন্তু এমন পরিবেশে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না।
লাকসাম রেলওয়ে থানার পুলিশ পরিদর্শক জসিম উদ্দিন বলেন, ‘স্টেশনে নিয়মিত টহল চলছে। মাদকসেবীদের বিরুদ্ধে অভিযান আরও বাড়ানো হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।’
 
			