নজরুলের স্মৃতি বিজড়িত মুরাদনগরে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন

জাহাঙ্গীর আলম ইমরুল ।।
জাতীয় কবি কাজী নজরুলের স্মৃতি বিজড়িত কুমিল্লার মুরাদনগরে এই প্রথমবারের মতো বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ২০২৪। মুরাদনগর উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে মুরাদনগর সাহিত্য পরিষদ শুক্রবার দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করে। অনুষ্ঠানটি দুটি অধিবেশনে মাধ্যমে অনুষ্ঠিত হয়।
সম্মেলনের প্রথম অধিবেশনের উদ্বোধন করেন, মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রহমান, দ্বিতীয় অধিবেশন উদ্বোধন করেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ হাকিম সোহেল।

inside post


অনুষ্ঠানের প্রধান অতিথি  ছিলেন ড. ইঞ্জিঃ এম শাহেদুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ড. জি এম মনিরুজ্জামান।
বিশেষ অতিথির বক্তব্য দেন বিশিষ্ট ছাড়াকার অধ্যক্ষ আমির হোসেন, বাংলা একাডেমির আজীবন সদস্য, ঐতিহ্য কুমিল্লার সভাপতি সাংবাদিক জাহাঙ্গীর আলম ইমরুল, গীতিকার কবি রবিউল মাশরাফি, আতিক হেলাল প্রমুখ। সম্মেলনে দেড় শতাধিক দেশ বরেণ্য কবি সাহিত্যিক অংশ নেন।


মুরাদনগর সাহিত্য পরিষদের সভাপতি কবি কথাসাহিত্যিক ও কলামিস্ট ড. এম এ আলীমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মুরাদনগর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি সাইফ সাদী। শুভেচ্ছা বক্তব্য দেন মুরাদনগর সাহিত্য পরিষদের সহ-সভাপতি একরামুল হক দীপু।
নজরুল স্মৃতি ধন্য এই মুরাদনগরে এধরণের আয়োজন নিঃসন্দেহে প্রসংশনীয় এবং ভবিষ্যতে আরো বৃহৎ পরিসরে আয়োজনের দাবি জানান ড. জি এম মনিরুজ্জামানসহ অন্যান্য আলোচকরা।
দিনব্যাপী উৎসব মুখর পরিবেশে এই সাহিত্য সম্মেলনে সারাদেশের দেড় শতাধিক কবি ও সাহিত্যিকরা অংশগ্রহণ করেন। তবে ভিসা জটিলতার কারণে পাশের দেশের কবি সাহিত্যিকরা আসতে পারেননি। এমনটাই জানালেন আয়োজকরা।  এমন আয়োজনে অংশ নিতে পেরে আনন্দিত অংশগ্রহণকারী কবি সাহিত্যকরা।
উপস্থাপিকা রলি আক্তারের সঞ্চালনায় কবি রবিউল মাশরাফি, নজরুল ইসলাম, তানজিদ তানিম, ইঞ্জিনিয়ার আব্দুল কাইয়ুম সরকার, কবি তাসনিম মাহমুদ, সাংবাদিক নজরুল মাহমুদ, সাংবাদিক আনোয়ার হোসেন, কবি সাকিলা ইয়াসমিনসহ আরো অনেক কবি সাহিত্যিক এতে অংশ নেন।
অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে মুরাদনগর সাহিত্য পরিষদের সম্মাননা প্রদান করার হয়।

আরো পড়ুন