সড়কে পড়ে থাকা ৯০ বছরের বৃদ্ধের পাশে ইউএনও

inside post
এন এ মুরাদ, মুরাদনগর। 
 রাস্তায় পড়ে  কাতরাচ্ছিলেন পরিচয়হীন  ৯০ বছরের একজন  বৃদ্ধ । অর্ধমৃত অবস্হায় বারো দিন কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ  যাত্রী ছাউনিতে  পড়েছিলেন তিনি। তার শরীরে পোকা ধরেছে। বৃহস্পতিবার ( ১২ নভেম্বর) রাত ৯টায় মুরাদনগর  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রহমান  তাকে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
 মুরাদনগর  স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন থাকার একদিন পর  গতকাল শনিবার সকালে ওই বৃদ্ধের খোঁজ নিতে পুনরায়  হাসপাতালে আসেন ইউএনও এবং জামায়াতে ইসলামী মুরাদনগর শাখার নেতারা।
শনিবার  বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতীয় তলায় গিয়ে দেখা যায়, পুরুষ ওয়ার্ডের শুয়ে আছেন বৃদ্ধ। কিছুটা  সুস্থ হয়ে উঠেছেন তিনি। তবে কথা বলার শক্তি নেই তাঁর।   বৃদ্ধের সার্বিক সহযোগিতা করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মুরাদনগর শাখার সহ-সাধারণ সম্পাদক মাহবুব মুন্সী।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এনামুল হক  বলেন, অসুস্থ অবস্থায় বৃদ্ধ লোকটিকে হাসপাতালে নিয়ে আসেন  ইউএনও স্যার ও জামায়াত নেতৃবৃন্দ। ভর্তি করানোর পর ওই রোগীর সঙ্গে সার্বক্ষণিক থাকার কোনো লোক ছিল না। তবে হাসপাতালে চিকিৎসা সেবার কোন কমতি হয়নি। ওই বৃদ্ধ বেওয়ারিশ হিসেবে ভর্তি হয়েছেন। তাঁর পরিবার খোঁজ পেয়ে হাসপাতালে আসে। রোগী অনেকটা সুস্থ। তিনি নানা বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
এবিষয়ে মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার আবদুর রহমান জানান, বৃদ্ধ লোকটির সার্বিক অবস্থা ভালো নেই। তাঁর চিকিৎসা চলছে। মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার আন্তরিকতায় স্বতঃস্ফূর্ত সেবা দিচ্ছেন চিকিৎসকরা। লোকটির পরিবারের নিকট পৌঁছে দিতে চেষ্টা অব্যাহত রয়েছে।
আরো পড়ুন