নাসিরনগরে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
আরো পড়ুন:
এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া।।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলার প্রধান আসামি, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক লতিফ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত মধ্যরাতে কুন্ডা গ্রামের নিজ বাড়ি থেকে তিনি গ্রেপ্তার হন। গ্রেপ্তার মো. লতিফ হোসেন উপজেলার কুণ্ডা ইউনিয়নের কুণ্ডা গ্রামের মৃত অহিদ হোসেনের ছেলে।
নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. আব্দুল কাদের বিষয়ের সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ বুধবার রাতে কুণ্ডা গ্রামে অভিযান চালিয়ে লতিফ হোসেনকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নাসিরনগরে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলার প্রধান আসামি।