নিজেদের নেতাকে মনোনয়ন দিতে সড়কে ব্যবসায়ীরা

প্রতিনিধি।
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকনকে জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে চান ব্যবসায়ীরা। তারা খোকনকে মনোনয়ন দেয়ার জন্য দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আবেদন সম্বলিত ব্যানার প্রদর্শন করেন। শনিবার ব্যানার ফেস্টুন নিয়ে নগরীর সকল বিপনী বিতান, বাজার ও নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে অবস্থান নেন।
কর্মসূচিতে উপস্থিত কুমিল্লা দোকান মালিক সমিতির সহ-সভাপতি রেজাউল করিম রতন জানান, সদ্য সমাপ্ত ২০২২ সালের কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান এজেন্ট হিসেবে আতিক উল্লাহ খোকন দক্ষতার সাথে তার দায়িত্ব পালন করেন। এতে ৩৪ বছর মেয়র পদে নৌকা প্রতীকের বিজয় অর্জিত হয়। এছাড়াও আতিক উল্লাহ খোকনের নেতৃত্বে কুমিল্লা দোকান মালিক সমিতি জেলায় একটি শক্তিশালী সংগঠন হিসেবে ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধান এবং সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডকে তুলে ধরেছে। জেলা পরিষদের চেয়ারম্যান পদে আতিক উল্লাহ খোকনকে চান ব্যবসায়ীরা।