‘পরিবেশের ক্ষতি রোধে দর্শকের ভূমিকায় থাকার সুযোগ নেই’

প্রতিনিধি।।
কুমিল্লা জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু বলেন, দেশের প্রকৃতি ও পরিবেশের যেরকম মারাত্মক ক্ষতি হয়েছে ও হচ্ছে তাতে কারোর-ই দর্শকের ভূমিকায় থাকার সুযোগ নেই। সকল ক্ষেত্রে পরিবেশের যথাযথ সুরক্ষা ও উন্নয়নে  নাগরিক হিসেবে  প্রত্যেকেরই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করা দরকার। নারী-পুরুষ নির্বিশেষে সব বয়সী মানুষ এক্ষেত্রে আন্তরিক ও উদ্যোগী হলে  ক্ষতির পরিমাণ কমবে শুধু তাই নয়, সমস্যা থেকে উত্তরণ ও পরিবেশ বিরুদ্ধ তৎপরতা বন্ধেও প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হবে। তিনি মঙ্গলবার জেলা পরিষদ সভাকক্ষে বাংলাদেশ  পরিবেশ আন্দোলন(বাপা) কুমিল্লা আঞ্চলিক শাখার বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন, বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আলী ও পরিবেশ অধিদপ্তের উপ পরিচালক মোসাব্বের হোসেন মুহাম্মদ রাজীব। আলোচনা সভায় বাপা কুমিল্লার শাখার সভাপতি অধ্যাপক ডাঃ মোসলেহ উদ্দিন আহমেদ রচিত ‘পরিবেশ ও জলবায়ুর কথন’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন অতিথিরা। বাপা কুমিল্লা শাখার সাধারণ সম্পাদক আলী আকবর মাসুমের সঞ্চালনায় “পরিবেশ রক্ষায় চাই সক্ষমতা ও সম্মিলিত প্রয়াস” শিরোনামে  অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ডাঃ ইকবাল আনোয়ার, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল, সুজন কুমিল্লা জেলার  সভাপতি শাহ মোঃ আলমগীর খান,  অধ্যক্ষ মুহাম্মদ  শফিকুর রহমান, লালমাই উপজেলার ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার,  ওয়াইডাব্লিউসিএ এর সম্পাদক আইরিন মুক্তা অধিকারী, নাট্যশিল্পী শাহজাহান চৌধুরী, এড. শামীমা আক্তার জাহান, অধ্যক্ষ হুমায়ূন করিব মাসউদ, উন্নয়ন কর্মী মাহমুদা আক্তার, সালমা আক্তার ও শাহানা হক, সংস্কৃতিক সংগঠক অচিন্ত দাস টিটু, সাংবাদিক মোতাহার হোসেন মাহবুব, মোসলেহ উ্দ্দিন আহমেদ ও মজিবুর রহমান মোল্লা। স্বাগত বক্তব্য রাখেন, বাপার সাংগঠনিক সম্পাদক শাহাজাদা এমরান।