পরীমনির ‘পাফ ড্যাডি’ ওয়েব সিরিজ বন্ধে আইনি নোটিস

 

আবদুল্লাহ আল মারুফ।।
চিত্রনায়িকা পরীমনির অভিনীত ওয়েব সিরিজ ‘পাফ ড্যাডি’ প্রচার, সম্প্রচার ও প্রদর্শন বন্ধে আইনি নোটিস দিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। ওয়েব সিরিজটি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ বিডিতে সম্প্রচার হচ্ছে। নোটিসে ওয়েব সিরিজটিতে লিভ টুগেদারকে প্রমোট করা ও যৌন সুড়সুড়ির দৃশ্য উপস্থাপনসহ বিভিন্ন কারণে তা বন্ধের কথা উল্লেখ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন আইনি নোটিশ পাঠানো আইনজীবী জয়নাল আবেদীন মাযহারী।

(আইনজীবী জয়নাল আবেদীন মাযহারী)
রবিবার ই-মেইলের মাধ্যমে ও ডাক যোগে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানী লিমিটেডের (বিটিসিএল) চেয়ারম্যানও ম্যানেজিং ডিরেক্টর, ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ বিডির ব্যাবস্থাপনা পরিচালক, বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের চেয়ারম্যান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যানের নিকট এই নোটিশ প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে আইনজীবী জয়নাল আবেদিন মাযহারী বলেন, আমরা চাই নিয়ম নীতির আওতায় সুস্থ ধারার চলচ্চিত্র ও ওয়েব সিরিজ নির্মিত হোক। আমাদের সন্তানরা যেন ওই সকল চলচ্চিত্র দেখে কিছু শিখে।