নষ্ট হচ্ছে শত কোটির নতুন তিন স্টেশনের যন্ত্রপাতি

মহিউদ্দিন মোল্লা।।
৪বছর বেকার পড়ে আছে কুমিল্লার প্রায় শত কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন তিনটি রেল স্টেশন। এতে নষ্ট হচ্ছে যন্ত্রপাতি,যাত্রীরা বঞ্চিত হচ্ছেন সেবা থেকে। ওই সব স্টেশন এখন হয়ে উঠেছে দর্শনীয় স্থান। বিশেষ করে ছুটির দিনে সেখানে উপচে পড়া ভিড় দেখা যায়। স্টেশন গুলো চালু হলে যাত্রী ও পণ্য পরিবহনে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করেন স্থানীয়রা।
স্টেশনগুলো হচ্ছে কুমিল্লা নগরীর ময়নামতি, লালমাই উপজেলার আলীশ্বর ও নাঙ্গলকোট উপজেলার নাওটি রেল স্টেশন। ২০২১সালের মাঝামাঝি সময়ে স্টেশন গুলোর আধুনিকায়নের কাজ শেষ হয়েছে। একই মডেলের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লালমাই, কুমিল্লা সদর উপজেলার সদর রসুলপুর ও ব্রাহ্মণপাড়ার শশীদল রেল স্টেশন একই সময়ে নির্মাণ করা হয়।
সূত্রমতে, স্টেশন গুলো ঢাকা-চট্টগ্রাম রেল রুটে অবস্থিত। স্থানীয়দের দাবি নান্দনিক স্টেশন গুলো যেন মানুষের কাজে লাগে। এগুলো চালু না হলে ভবন গুলো পরিত্যক্ত হয়ে পড়বে। সরকারের কোটি কোটি টাকার অপচয় হবে। রেল স্টেশনের দৃষ্টিনন্দন স্থাপনা দেখতে বিকালে আনাগোনা করতে দেখা যায় স্থানীয়দের।
ময়নামতি রেল স্টেশনে সরেজমিন গিয়ে দেখা যায়,নগরীর জাঙ্গালিয়া এলাকায় প্রাচীন রেল স্টেশনটির অবস্থান। নতুন ঝকঝকে তকতকে রেল স্টেশন। শ্রাবণের নীল আকাশের নীচের রঙিন স্টেশন দর্শনার্থীদের নজর কাড়ছে। স্থানীয় তরুণ-তরুণীরা স্টেশনটি দেখতে আসছেন। অনেকে এসেছেন পরিবার নিয়ে। তারা ফ্ল্যাটফর্মে বসে আড্ডা দিচ্ছেন। হকার বিক্রি করছে ঝালমুড়ি,রঙিন হাওয়াই মিঠাই, আমড়া ও ফুচকা। প্ল্যাটফর্মে জড়ো করে রাখা হয়েছে তরুণ দর্শনার্থীদের মোটর সাইকেল। কেউ ছবি কেউ সেলফি তুলছেন। কেউ টিকটক করছেন। স্টেশন যেন পর্যটন কেন্দ্র।
স্থানীয় সিরাজুল হক ও এহতেশামুল আরেফীন রুমেলসহ কয়েকজন বলেন, কোটি কোটি টাকা খরচ করে স্টেশনগুলো নির্মাণ করা হয়েছে। এখন এগুলো পরিত্যক্ত অবস্থায় রয়েছে। নির্মাণের ৪বছরেও এগুলো চালু হচ্ছে না। খালি পড়ে থাকায় দিনের বেলায় এখানে মানুষে ঘুরতে আসে। সন্ধ্যায় এখানে বখাটে ও মাদকসেবীদের আনাগোনা বাড়ে। তারা আরো বলেন, ময়নামতি স্টেশনের পাশে কুমিল্লা ইপিজেড ও বিএডিসির সারের গোডাউন। এই প্রতিষ্ঠান গুলোর মালামাল ও যাত্রী পরিবহনেও এই স্টেশনটি ভূমিকা রাখতে পারে। ময়নামতিসহ বন্ধ স্টেশন গুলো চালু হলে মানুষ উপকৃত হবে।
রেলওয়ে কুমিল্লার ঊর্ধ্বতন উপ-সহাকারী প্রকৌশলী (পথ) লিয়াকত আলী মজুমদার বলেন, নতুন তিনটি স্টেশনে প্রথম শ্রেণী,দ্বিতীয় শ্রেণীর বিশ্রামার,সিগন্যালিং রুম,স্টেশন মাস্টার রুম,ওয়েটিং হল,ফ্ল্যাটফর্ম ও ফুটওভার ব্রিজ নির্মাণ করা হয়েছে। জনবল সংকটের কারণে ময়নামতি রেল স্টেশন, আলীশ্বর রেল স্টেশন ও নাওটি স্টেশন দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। জনবল নিয়োগ হলে স্টেশন গুলো পুনরায় চালু হবে।

inside post
আরো পড়ুন