কুমিল্লায় ৪০ সেকেন্ডের ঝটিকা মিছিল, গ্রেফতার ১২

 প্রতিনিধি ।।
কুমিল্লা নগরীতে আওয়ামী লীগের ৪ সেকেন্ডর ঝটিকা মিছিলে অংশগ্রহণ করায় ১২ ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীদেরকে শুক্রবার (৩১ অক্টোবর) কুমিল্লা আদালতের মাধ্যেমে কারাগারে প্রেরণ করা হয়েছে। কুমিল্লা ডিবি ও কোতয়ালী মডেল থানা পুলিশ নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, আমরা তাৎক্ষণিক খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কাউকে পাইনি। পরে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করেছি।
গ্রেফতারকৃতরা কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা। তারা হলেন, আকরাম হোসেন রকি (২৮), মো: সাগর (২৪), মোঃ মহিউদ্দিন সুমন (৩২), মোহাম্মদ রাসেল হোসেন (৩০ ), মোঃ ফয়সাল (২৮), মাকসুদুর রহমান প্রকাশ বাবলু (৩১), আমিন খান নাহিদ (৩০), তুহিন আলম(২৮), কাজী শামসুল আলম (৫২), মোহাম্মদ মোবারক হোসেন রুবেল (৩৫), আব্দুল্লাহ আল হাদী (৩৬) ও গোলাম কিবরিয়া চৌধুরী (২৭)।
পুলিশ জানায়, বৈষম্য বিরোধী মামলার ঘটনায় জড়িত পলাতক ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা গত ৩০ অক্টোবর সকালে দুইটি সিএনজি অটো রিকশা যোগে থেকে ১২ জন সদস্য গোপনে নগরীর ঈদগাহ মাঠের সিএনজি অটোরিকশা স্ট্যান্ড গলিতে ও পার্কের সামনে আসে। এসময় তারা জয় বাংলা শ্লোগান দিয়ে ৩০ থেকে ৪০ সেকেন্ডের একটি ঝটিকা মিছিল করে। সেই মিছিলের ভিডিও অনলাইনে আপলোড করে। পরে অটোরিকশা যোগে পালিয়ে যায়। এ মিছিল সংশ্লিষ্ট ১২ জনকে গ্রেফতার করা হয়।

 
			