পানিতে ডুবে ইউএনও’র শ্যালকের মৃত্যু

অফিস রিপোর্ট।

কুমিল্লার দেবিদ্বারে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসানের শ্যালক মাজহারুল আলম স্নিগ্ধ(২৫)। শুক্রবার বন্ধুদের সাথে দেবিদ্বার উপজেলা পরিষদ পুকুরে গোসল করতে গিয়ে গভীর পানিতে নেমে সাতার না জানা স্নিগ্ধ তলিয়ে যান। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে মৃত ঘোষণা করেন। মাজহারুল আলম স্নিগ্ধ রংপুরের বদরগঞ্জ উপজেলার প্রমানিকপাড়া’র হারুন-অর-রশিদের ছেলে। তিনি দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসানের মামা শ^শুরের ছেলে। গত ২৩ জুন উপজেলা নির্বাহী কর্মকর্তার ছেলে জেহরনের(৪) জন্মদিন উদ্যাপনে দেবিদ্বার এসেছিলেন।

স্থানীয়রা জানান, স্নিগ্ধসহ তার তিন বন্ধু মিলে উপজেলা পরিষদ পুকুরে গোসল করতে নামে। সাতার না জানার কারণে স্নিগ্ধ গভীর পানিতে তলিয়ে যায়। অন্য দুই বন্ধু উপরে উঠতে পারলেও পুকুরের গভীরতার কারণে স্নিগ্ধ আর উঠতে পারেনি। স্থানীয়রা প্রায় ১৫ মিনিট খোঁজাখুঁজি করে তাকে পানির নিচ থেকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। চিকিৎসকরা তাকে মৃত; ঘোষণা করেন।
দেবিদ্বার থানার পরিদর্শক ( তদন্ত) ছমি উদ্দিন জানান, আমরা মরদেহের সুরতাল করেছি। পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে।