প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রীর আত্মহত্যা

 

অফিস রিপোর্টার।।

কুমিল্লার দাউদকান্দিতে প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে সুন্দলপুর ইউনিয়নের বড় গোয়ালী গ্রামে। নিহত শাহনাজ বড় গোয়ালী গ্রামের মালয়েশিয়া প্রবাসী মো.আলমগীর হোসেনের মেয়ে। দাউদকান্দি মডেল থানা পুলিশ সোমবার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।

তার নিকটাত্মীয় আল-আমিন জানান, রোববার গভীর রাতে দাউদকান্দি উপজেলার সুন্দলপুর মডেল ইউনিয়নের বড় গোয়ালী গ্রামের সৌদি প্রবাসী স্বামী জুম্মানকে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেন এক মেয়ে সন্তানের মা শাহনাজ(২১)। শ্বশুর -শাশুড়ির সাথে কলহের জেরে আত্মহত্যা করেছেন শাহনাজ। শাহনাজ মৃত্যুর আগে ২টি চিরকুট লিখে গেছেন বলেও তিনি জানান।

দাউদকান্দি থানার ওসি নজরুল ইসলাম জানান, তিনি পারিবারিক কলহের কারণে গলায় ওড়না জড়িয়ে ফাঁস দিয়েছেন বলে জেনেছি। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।