ফকির আফতাব উদ্দিন খাঁ‘র ৯১তম ওরস

 

 উপজেলা রিপোর্টার,নবীনগর।।

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার শিবপুরের সাধক তথা তৎকালীন ভারত উপমহাদেশের একজন প্রখ্যাত ফকির আফতাবউদ্দিন খাঁ ৯১ তম মিলাদ মাহফিল ও ওরস মোবারক পালিত হয়েছে । গত ২৫ জানুয়ারি হতে ২৭ শে জানুয়ারি পর্যন্ত ৩ দিন ব্যাপী মাজার প্রাঙ্গণে ভক্তদের উপস্থিতিতে বাউল সংগীত অনুষ্ঠিত হয়েছে । দেশের প্রখ্যাত সঙ্গীত বিশেষজ্ঞ শেখ সাদী খানঁ’র সভাপতিত্বে ও শামিম আহমেদ দুলুর সঞ্চালনায় ৯১ তম মিলাদ মাহফিল ও ওরসে উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর ফরহাদ শামীম। উক্ত বাউল সংগীত আসরে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিটঘর দানবীর মহেষ চন্দ্র ভট্টাচার্য বিদ্যাপিট কলেজের প্রতিষ্ঠাতা ও বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয়ের সভাপতি মুনতাসীর মহিউদ্দিন অপুসহ,শিবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ শাহীন সরকার ,নবীনগর থানার ওসি মাহবুব আলম ।  ভক্তদের আনাগোনায় মুখরিত হয়ে যায় মাজারসহ প্রায় ১কিলোমিটার এলাকা।

মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম খাঁন তানসেন ও কর্তৃপক্ষ জানায়, রেওয়াজ অনুযায়ী ওরসের প্রথম দিন ওয়াজ ও মিলাদ মাহফিল , দোয়া মোনাজাতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা এবং মাজারের চারপাশে আলোকসজ্জার মাধ্যমে সৌন্দর্যবর্ধন করা হয়। এই ওরশ মোবারককে কেন্দ্র করে প্রতি বছরের ন্যায় এবারও মাজার জুড়ে বসেছিল নানান রকমের মেলা ও দোকানপাট।  রাতে ছিল বাউল গানের আসর। রাত-দিন ব্যাপী এই আসরে গান পরিবেশন করেন দেশের দুই প্রখ্যাত বাউল শিল্পী আরিফ দেওয়ান বনাম বাবলী সরকার । রাতভর গানের এ আসরটিকে দেখার জন্য বাউল গানের ভক্তরা  ও দর্শক শ্রোতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।