মামলা করতে গিয়ে প্রতিবন্ধী কারাগারে!
এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া।।
প্রতিবন্ধী মো. কামাল মিয়া বলেন, ‘আমার দুইটা হাত দেখেন, এই হাত দিয়া আমি লাঠি দিয়া কাউরে মারতাম পারাম? আমারারে ওসি ভিতরে বসাইল। পরে কইল আমরারে আসামি করছে। আমি এর সঠিক বিচার চাই।’ বোরহান উদ্দিন বলেন, ‘বিচার চাওয়ার জন্য থানায় গেছি, আমরারে থানায় ঢুকাই দিছে। আমরা কোন মারামারি-ঝগড়া করিনাই। দুই কিলোমিটার দূর থেইক্কা আইসা মাহবুব মেম্বার আমরার গ্রামের মহিলারে মারছে, আমরা বিচার চাইতাম গেলাম, উল্টা থানা থেইক্কা আমরারে এরেস্ট করাইছে।’ মামলার বাদী মাহবুব মেম্বার বিষয়ের সত্যতা স্বীকার করে বলেন, ‘আমি গুচ্ছগ্রামের লোকজনকে আসামি করতে চাইনি। ওসি সাহেব নাম ঢুকিয়ে এফআইআর করছে।’
নবীনগর থানার পুলিশ পরিদর্শক (ওসি) মোহাম্মদ মাহাবুব আলম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘বাদী কেন এমন বলছে আমি জানি না। আমরা তার অভিযোগের প্রেক্ষিতে তার স্বাক্ষর থাকা এজাহারমূলেই মামলা নিয়েছি। মামলা হবার পর তদন্তকারী কর্মকর্তা আসামি ধরেছে। ওই ছয়জন মামলা করতে থানায় আসেনি, ওরা কোর্টে মামলা করেছে শুনেছি।’