মঞ্চমুকুল পদক পেলেন ভিক্টোরিয়ার মাকসুদা

 

প্রতিনিধি।।

ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের (ভিসিটি) প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ার হোসেন আলমের নির্দেশনায়, ঢাকা শিল্প কলায় ভিসিটি’র নাট্যশিল্পীদের অভিনীত নাটক ছিলো “যখন বৃত্তের বাইরে”। এটি গত ৩ মার্চ প্রদর্শিত হয়।

পিপলস্ থিয়েটার অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে “জাতীয় শিশু ও কিশোর যুব নাট্য উৎসব-২০২৪”- এ ১৩৫ টি নাট্যদল অংশ গ্রহণ করে।

নাটকে সেরাদের কাতার থেকে মঞ্চমুকুল পদকের জন্য মনোনীত হয়েছেন, ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের নাট্যকর্মী এবং বর্তমান কমিটির দপ্তর সম্পাদক মাকসুদা সুলতানা। ৫ জুলাই শিল্পকলার মহাপরিচালক লিয়াকত আলী লাকি পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন প্রবর্তিত “মঞ্চমুকুল” পদক ২০২৪ প্রদান করেন।

৭ জুলাই ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের প্রধান পৃষ্ঠপোষক প্রফেসর ড. আবু জাফর খান এবং থিয়েটারের প্রধান শিক্ষক উপদেষ্টা জিতেন্দ্রনাথ তরফদার, শিক্ষক উপদেষ্টা বাঁধন দাস এবং শিক্ষক উপদেষ্টা পাপিয়া আক্তারের উপস্থিতিতে “মঞ্চমুকুল” পদক মাকসুদা সুলতানাকে পুনরায় প্রদান করা হয়। এ সময় থিয়েটারের সভাপতি, সহ-সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন ।