স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদের ইন্তেকাল

প্রতিনিধি।।

স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭১ বছর।
ইউনাইটেড হাসপাতালের জনসংযোগ শাখার পরিচালক ডা. ফজলে রাব্বী চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন তোফায়েল আহমেদ। পরে চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান তিনি। হৃদযন্ত্রে সমস্যা ছাড়াও ফুসফুসে সংক্রমণ হয়েছিল তোফায়েল আহমেদের।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সাবেক অধ্যাপক তোফায়েল আহমেদ স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধানের দায়িত্ব পালন করেন।
তিনি কুমিল্লা বার্ডে ও কুমিল্লার একটি বিশ্ববিদ্যালয়ে চাকরি করেন। কুমিল্লার সাথে তার হৃদ্যতা ছিলো।