‘বাংলাদেশের মাটিতে ফ্রান্সের দূতাবাস দেখতে চাই না’
আরো পড়ুন:
অফিস রিপোর্টার।।
নবী মুহম্মদ (সাঃ) কে নিয়ে ফ্রান্সে ব্যঙ্গচিত্রের প্রতিবাদে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা কালী বাজারে প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে কালী বাজার হাফিজিয়া ও ক্বারিয়ানা মাদ্রাসার শিক্ষক ও কালী জামিয়া মসজিদের খতিব ক্বারী মাওলানা আব্দুল হালিমের নেতৃত্বে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
ব্যাঙ্গচিত্র প্রদর্শনকারীর ফাঁসির দাবী জানিয়ে বক্তারা বলেন, শুধু মহানবীকে নিয়ে ব্যঙ্গ করেছে ফ্রান্স। মুসলিমদের হৃদয়ে রক্তক্ষরণ করেছে তারা, বাংলাদেশের মাটিতে ফ্রান্সের দূতাবাস দেখতে চাই না। ফ্রান্সের সকল পণ্য বয়কটের আহবান জানানো হয় প্রতিবাদ সমাবেশে।
এসময় আরও উপস্থিত ছিলেন দক্ষিণ গলিয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন প্রধান, হারুন উর রশিদ মজুমদার, মাওলানা আজহারুল ইসলাম তানভীর, মাওলানা ইউসুফ, হাফেজ বিল্লাল, জাহাঙ্গীর আলম প্রমুখ।