অবমাননার প্রতিবাদে ৭০০ কোরআন বিতরণ 

প্রতিনিধি।।
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কোরআন অবমাননার প্রতিবাদে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে সাতশো কোরআন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দিনব্যাপী এই আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ভিক্টোরিয়া কলেজ শাখা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মহানগর ছাত্রশিবির সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য হাসান আহমেদ। বক্তব্যে তিনি বলেন, গত কয়েকদিন আগে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কোরআন অবমাননা করা হয়েছে। কোরআন অবমাননার প্রতিবাদে আজ আমরা ভিক্টোরিয়া কলেজে অর্থসহ কোরআন বিতরণ করেছি।
তিনি আরও বলেন, পতিত স্বৈরাচারের আমলে বিগত ১৭ বছর আপনাদের কাছে আসতে পারি নাই। কেন পারি নাই সেটা আপনারা অবগত আছেন। আমিও এই কলেজের সমাজকর্ম  বিভাগের শিক্ষার্থী ছিলাম। আমি দেখেছি শিক্ষার্থীদের ছাত্রলীগ জোড় করে মিছিল মিটিং এ নিয়ে যেতো। নজরুল হলে যারা নামাজ পড়তো, পাঞ্জাবি টুপি পড়তো তাদের শিবির সন্দেহে মারধর করতো। তাদের বেড, আসবাবপত্র, বই  হল থেকে ফেলে দিতো এবং পুড়িয়ে দিতো।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি ছাত্রশিবির সভাপতি মো. মনির হোসেন, সেক্রেটারি বিল্লাল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।


inside post
আরো পড়ুন