গ্রামের কলেজের টানা ১৪বার সেরা সাফল্য 

 প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচং উপজেলার গোবিন্দপুর গ্রামে অবস্থিত সোনার বাংলা কলেজ। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে টানা ১৪ বার শতভাগ সাফল্য অর্জন করেছে। এবারের পরীক্ষায় ৩৭১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে সকলেই পাস করেছে। এদের মধ্যে ১৪৮ জন শিক্ষার্থী জিপিএ ফাইভ পেয়েছে।
২০০০ সাল প্রতিষ্ঠিত সোনার বাংলা কলেজ শুরু থেকেই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল করে আসছে। ২০১২ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত টানা ১৪ বার এ কলেজের শিক্ষার্থীরা শতভাগ পাস করে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে কুমিল্লা শিক্ষা বোর্ডে শ্রেষ্ঠত্বের ধারাবাহিকতা অক্ষুন্ন রেখেছে।
পড়ালেখার পাশাপাশি এ কলেজের শিক্ষার্থীরা জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় এবং বিভিন্ন অলিম্পিয়াডে ধারাবাহিকভাবে কৃতিত্বের স্বাক্ষর রেখে আসছে।
সোনার বাংলা কলেজের শিক্ষার্থীদের এ অসাধারণ সাফল্যের বিষয়ে কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আবু ছালেক মোঃ সেলিম রেজা সৌরভ  বলেন, গভর্নিং বডির সঠিক দিকনির্দেশনা এবং একদল মেধাবী, পরিশ্রমী, আত্মনিবেদিত শিক্ষক-শিক্ষিকার নিরলস পরিশ্রম এবং শিক্ষার্থীদের ঐকান্তিক প্রচেষ্টায় অর্জিত হয়েছে আমাদের এই ধারাবাহিক সাফল্য। আমরা ভালো ছাত্রের পাশাপাশি ভালো মানুষ গড়ার সুমহান লক্ষ্যে কাজ করছি।
উল্লেখ্য এবার কুমিল্লা বোর্ডের ৬জেলার ১৯২টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল করেছে নয়টি প্রতিষ্ঠান, শতভাগ পাশ করা প্রতিষ্ঠান পাঁচটি।

inside post
আরো পড়ুন