বাংলাদেশ — রেজাউল করিম রোমেল

 

সুজলা সুফলা শস্য শ্যামলা
আমার বাংলাদেশ,
আমাদের এই বাংলাদেশে
রূপের নেইকো শেষ।

ধনী গরিব জেলে চাষি
সবার বাংলাদেশ,
গর্বে আমার বুক ভরে যায়
এটাই আমার দেশ।

রক্ত দিয়ে জয় করেছি
সোনার বাংলাদেশ,
এগিয়ে যাচ্ছে দেশটি আমার
দেখতে লাগে বেশ।