বার্সেলোনার কোচ জাভি হার্নান্দেজ

আমোদ ডেস্ক।।

বার্সেলোনার কোচ হিসেবে শেষ পর্যন্ত জাভি হার্নান্দেজের নামই ঘোষণা দিয়েছেন ক্লাবটির প্রেসিডেন্ট হোসে মারিয়া বার্তোমিউ।

তবে কবে তিনি কাতালানদের দায়িত্ব বুঝে পাচ্ছেন তা নিয়ে ধোঁয়াশা কাটেনি। সর্বশেষ ভালভের্দের চাকরি হারানোর পর চলতি মৌসুমে বার্সার দায়িত্ব বর্তায় কিকে সেতিয়েনের উপর।

কিন্তু দলকে খুব একটা সুবিধাজনক অবস্থায় নিতে পারেননি তিনি। বরঞ্চ লিগ শিরোপা হারানোর দ্বারপ্রান্তে বার্সা।

 

বার্সেলোনারও জাভিকে বড্ড প্রয়োজন। অপেক্ষা আর কিছুদিন। মৌসুমটা পেরোলেই পুরনো ঠিকানায় ফিরবেন জাভি। চুক্তি বাৎসরিক ৫ দশমিক ৪ মিলিয়ন পাউন্ডের। গণমাধ্যমের দাবি, বার্সা সভাপতি হোসে মারিয়া বার্তোমিউয়ের সঙ্গে কথা পাকাপাকি হয়েছে তার। বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে স্প্যানিশ জায়ান্টরা। করোনা পরিস্থিতির আগে দখলে থাকা লা লিগার চেয়ারটা হারিয়েছে কাতালানরা। শিরোপার দৌড়ে বেশ খানিকটা এগিয়ে গেছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। তারওপর লিওনেল মেসির ক্লাব ছাড়ার গুঞ্জন ও আর্থিক সংকট সহ সার্বিকভাবে বেশ চাপে আছেন বার্তোমিউ।

বর্তমান কোচ কিকে সেতিয়েনের সঙ্গে মেসি-সুয়ারেজদের সম্পর্কের অবনতির বিষয়টি পরিষ্কার। লিগ টেবিলে শীর্ষস্থান হারানোর পেছনে কোচের কৌশলকে দুষছেন অনেকেই। আছে মেসি-গ্রিজম্যান দ্বন্দ্বের খবরও। ড্রেসিংরুমের চাপা উত্তেজনা গোপন থাকেনি। এতেই বেজেছে ৬১ বছর বয়সী কোচের বিদায়ের ঘন্টা। দুই বাহু প্রসারিত করে জাভিকে স্বাগত জানাতে প্রস্তুত পুরো স্কোয়াড। অভিমান ভুলে হয়তো চুক্তির মেয়াদ বাড়াতে রাজি হয়ে যাবেন মেসিও। সাবেক সতীর্থ, বন্ধু, মেন্টরের অনুরোধই বা ফেলবেন কি করে! একসঙ্গে জয় করেছেন কতো শত মঞ্চ। এলএমটেনের সাফল্যের পেছনে বড় অবদান আছে জাভিরও। সবুজ গালিচায় আবারও দুই খুনে ফুটবল মস্তিষ্কের যুগলবন্দি দেখার অপেক্ষায় থাকবেন দর্শক-সমর্থকরাও।

 

চলতি মৌসুম শেষ হলে কিকে সেতিয়েনের প্রস্থান অনেকটাই নিশ্চিত। লা মেসায়াসহ বার্সার বয়সভিত্তিক দলের সাথে কাজ করার অভিজ্ঞতা আছে জাভির।