বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবকের মৃত্যু
আরো পড়ুন:
কুমিল্লায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবকের (২৪) মৃত্যু হয়েছে। শনিবার কুমিল্লা-চাঁদপুর সড়কের কুমিল্লার বরুড়া উপজেলার মগবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদপুরগামী একটি ট্রাককে ওভারটেক করার সময় ঢাকা অভিমুখী আল আরাফাহ এক্সপ্রেস বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল চালক।
নিহত যুবকের পরিচয় দুপুর পর্যন্ত পাওয়া যায়নি বলে জানিয়েছেন লালমাই হাইওয়ে থানার উপ-পরিদর্শক খোকন মিয়া।
তিনি জানান, এখনও নিহতের পরিচয় পাওয়া যায়নি। নিহতের পরিচয় জানার চেষ্টা করছি ।