বিজিবি কুমিল্লা সেক্টরের ৭৫০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

 

অফিস রিপোর্টার।।

বর্ডার গার্ড অব বাংলাদেশ(বিজিবি) কুমিল্লা সেক্টরের অধীনে ৭৫০০ দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। রোববার কুমিল্লা বিবির বাজার এলাকায় খাবার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন বিজিবি কুমিল্লার সেক্টর কমান্ডার কর্নেল আবুল হাসনাত মোহাম্মদ শাহরিয়ার। উপস্থিত ছিলেন কুমিল্লা ব্যাটালিয়ন(বিজিবি-১০) অধিনায়ক লে.কর্নেল গোলাম ফজলে রাব্বী, ব্যাটালিয়ন উপ-অধিনায়ক মেজর রেজাউর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা।

এদিন কুমিল্লা সেক্টরের অধীনস্থ চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার ১৫টি বিওপি ও পাঁচটি পোস্টে এ খাবর বিতরণ করা হয়। তাছাড়া বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুর পরিবারের নিহত সকলের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়।