বিষন্ন গোধূলী
আরো পড়ুন:
।। জোহরা জ্যোতি।।
বসতে দেবো কি,
কুয়াশা ভেজানো
শুভ্র মাদুর পেতে।।
সোনারোদ,ধানশালিকের
কলরবেতে।।
সূর্য্যে অস্তাচল,কাতর কষ্ঠ
বিদীর্ণ অন্তর,সজল চাহনি
সবুজে অবলুন্ঠন।।
সাজানো চয়ন,বিমূর্ত আর্তি
তৃষিত উষ্ঠ,দুচোখে নৈশব্দের হাহাকার
গোধুলী নামে ঝরা পাতার
রিনিক ঝিনিক মূর্ছনায়
বেনী দুলানো কিশোরী
ছুটে চলে আঙিনায় ।।
খানিকপর জেগে উঠবে
একা চাঁদ, ফেরারী পাখিরা
ফিরবে কুলায়,
হলুদাভ অস্তাচলে অবগুণ্ঠিত
সন্ধ্যা নামবে নির্জনতায়
বিমূঢ় এই আমি, চেয়ে রই
হারিয়ে যাওয়া মেঘমালায়।।