বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা বিভাগের প্রধান চান্দিনার সারোয়ার

প্রতিনিধি।।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের (বেরোবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পেয়েছেন কুমিল্লা চান্দিনার বাসিন্দা একই বিভাগের সহকারী অধ্যাপক মো. সারোয়ার আহমাদ।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদের নির্দেশে উপ-রেজিস্ট্রার মোস্তাফিজুর রহমান ম-লের স্বাক্ষরিত এক চিঠিতে তাকে এই পদে দায়িত্ব প্রদান করা হয়।
সূত্র জানায়,সারোয়ার আহমাদ ২০১৯ সালের ১০ মার্চ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রভাষক পদে যোগদান করেন। ২০২২ সালের ৩১ আগস্ট সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি পান। তিনি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার গল্লাই ইউনিয়নের বসন্তপুর গ্রামে জন্মগ্রহণ করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন।