ব্রাহ্মণবাড়িয়ায় চক্ষু চিকিৎসা শিবিরের উদ্বোধন


গৌরাঙ্গ দেবনাথ অপু।।
বিএনপির কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহাবুব শ্যামল বলেছেন, ‘ব্রাহ্মণবাড়িয়ায় একটি আধুনিক চক্ষু হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে। হাসপাতালটি প্রতিষ্ঠা করতে আমার ব্যত্তিগত পক্ষ থেকে যা যা উদ্যোগ গ্রহণ ও সহযোগিতা করা দরকার, তার সবটুকুই আমি নি:স্বার্থভাবে করবো ইনশাল্লাহ।
ব্রাহ্মণবাড়িয়া ফাইভ স্টার ক্লাব ও অন্ধ কল্যাণ সমিতির উদ্যোগে শুক্রবার সকালে এক চক্ষু চিকিৎসা শিবিরের উদ্বোধনকালে ‘প্রধান অতিথি’র বক্তৃতাকালে বিএনপির কেন্দ্রীয় অর্থনীতি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহাবুব শ্যামল এ প্রতিশ্রুতি দেন।
জেলা শহরের সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।
ফাইভ স্টার ক্লাবের সদ্য বিদায়ী সভাপতি, বর্তমানে প্রধান উপদেষ্টা ও প্রধান পৃষ্ঠপোষক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মিন্টু ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন
সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বদিউজ্জামান ভূঁইয়া,জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজ্জম, পৌর বিএনপির সাবেক সভাপতি জসীম উদ্দিন রিপন, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মইনুল ইসলাম।
সংগঠনের ক্রীড়া সম্পাদক খালেদ হাসান আজাদের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন ফাইভ স্টার ক্লাবের সিনিয়র সহ সভাপতি ওমর ফারুক। শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সিনিয়র সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু।
অনুষ্ঠান শেষে ফাইভ স্টার ক্লাবের সাধারণ সম্পাদক কাজী কামাল উদ্দিন জানান, ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত ফাইভ স্টার ক্লাবের পক্ষ থেকে প্রতি মাসের প্রথম শুক্রবার নিয়মিতভাবে এই চক্ষু শিবিরের আয়োজন করা হয়। আজকের আয়োজনটি ছিলো ৪২১তম চক্ষু চিকিৎসা শিবির।