ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় মহিলার মৃত্যু
আরো পড়ুন:
এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় মাদরাসা পড়ুয়া ছেলের খাবার দিতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু ঘটলো গৃহবধূ সালমা আক্তারের। বুধবার (২৬ জানুয়ারি) রাতে চট্টগ্রাম-ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মর্মান্তিকতার শিকার হওয়া গৃহবধূ সালমা আক্তার (২৭) ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মধ্যপাড়া মহল্লার সাদ্দাম মিয়ার স্ত্রী।
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয়দের বরাত দিয়ে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির এস আই সালাউদ্দিন খান নোমান জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে প্রবেশ করছিলো। রাত পৌণে ১০টার দিকে সরকারি কলেজ সংলগ্ন রেলগেট এলাকায় ওই মহিলা অসতর্কাবস্থায় রেলক্রসিং পার হতে গিয়ে চলন্ত ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সালমাকে মৃত ঘোষণা করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, গৃহবধূ সালমা আক্তারের ছেলে পৌরসভাধীন কলেজপাড়া এলাকার একটি মাদ্রাসায় পড়াশোনা করেন। ছেলের জন্য বাসা থেকে রাতের খাবার নিয়ে মাদ্রাসায় যাওয়ার পথে অসর্তকতাবশত ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে মর্মান্তিক এই দুর্ঘটনার শিকার হন গৃহবধূ সালমা আক্তার।