ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের কাটায় দুইজনের মৃত্যু
আরো পড়ুন:
এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া ও আশুগঞ্জের তালশহর রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনের কাটায় দুইজনের মৃত্যু হয়েছে। তন্মধ্যে একজনের নাম-পরিচয় পাওয়া গেলেও অপরজনের পরিচয় শনাক্ত করা যায়নি।
আখাউড়া রেলওয়ে থানার পরিদর্শক (ওসি) আলীম হোসেন সিকদার জানান, শনিবার (২৬ নভেম্বর) সকালে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবত এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি শেষে ছেড়ে যাওয়ার সময় ৩০/৩৫ বছরের এক নারী চলন্ত ট্রেনে উঠতে যান। এ সময় ট্রেনের নিচে কাটা পড়ে তিনি নিহত হন। পুলিশ তার মরেদহ উদ্ধার করেছে। পিবিআই এর একটি দল নিহত ওই নারীর পরিচয় সনাক্তে কাজ করছে। এছাড়াও আশুগঞ্জ উপজেলার তালশহর রেলওয়ে স্টেশন এলাকায় ঢাকাগামী রেললাইন থেকে মো. সুমন (১৬) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে। সে আশুগঞ্জ উপজেলার ফকিরবাড়ি এলাকার মৃত কাসেম মিয়ার ছেলে। তবে কোন্ ট্রেন এবং কোন্ সময় এই ঘটনা ঘটেছে তা জানা যায়নি। উদ্ধারকৃত মরদেহগুলো ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।’ (