মনোহরগঞ্জে নাথেরপেটুয়া ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভা
আরো পড়ুন:
কুদরত উল্যাহ, মনোহরগঞ্জ।।
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা ঐতিহ্যবাহী নাথেরপেটুয়া ডিগ্রি কলেজ গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার নাথেরপেটুয়া ডিগ্রি কলেজ মিলনায়তনে আয়োজিত সভায় কলেজ গভর্নিং বডির নব-নির্বাচিত সভাপতি মো: আবদুল কাইয়ুম চৌধুরীকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এছাড়াও কলেজের শিক্ষক পরিষদ ও কর্মচারী পরিষদের পক্ষ থেকে নব-নির্বাচিত সভাপতি ও গভর্নিং বডির অন্যান্য সদস্যবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন নাথেরপেটুয়া ডিগ্রি কলেজের সাবেক সভাপতি মো: জাকির হোসেন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: আবদুর রশিদ, গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য ইঞ্জিনিয়ার নাজির আহমেদ চৌধুরী, মাষ্টার রুহুল আমিন, শিক্ষক প্রতিনিধি মোফাজ্জল হোসেন, সুফিয়া আক্তার, অভিভাবক সদস্য জামাল হোসেন, মাওলানা আবদুল মন্নান, জাফর ইকবালসহ আরো অনেকে।