মাঝরাতে বিক্ষোভে উত্তাল কুমিল্লা বিশ্ববিদ্যালয়

 প্রতিনিধি।।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা  হঠাৎ মধ্যরাতে বিক্ষোভে নেমে পড়ে। এসময় রাজাকার ধ্বনিতে উত্তাল হয়ে উঠে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।  বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা মিছিলে যোগ দেয়।রোববার (১৪ জুলাই) রাত ১১টার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, কাজী নজরুল ইসলাম হল,শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল, শেখ হাসিনা হলে দফায় দফায় স্লোগান দিতে দেখা যায়।  সাড়ে ১১ টার দিকে  বঙ্গবন্ধু ও নজরুল হল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে জড়ো হোন। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের প্রাঙ্গণে জড়ো হয়ে স্লোগান দেয় শিক্ষার্থীরা।

রবিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া এক বক্তব্যে শিক্ষার্থীদের মাঝে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

এ সময় ‘চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার ‘ ‘তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার’ শ্লোগানে স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা। পরে মিছিল সমন্বয়কারী শিক্ষার্থীরা প্রতিবাদমূলক বক্তব্য দিয়ে মিছিল সমাপ্ত করে।

সরেজমিনে দেখা যায়, ছাত্ররা হল থেকে বেরিয়ে বিক্ষোভ মিছিল করছেন। বিশ্ববিদ্যালয়ের তিন হলের শিক্ষার্থীরা ছুটে আসে। ‘ছাত্র সমাজ জেগেছে’, ‘তুমি কে আমি কে-রাজাকার রাজাকার’ স্লোগানে মুখোরিত পুরো ক্যম্পাস।

উল্লেখ্য, রবিবার(১৪ জুলাই)  বিকেলে প্রধানমন্ত্রীর চীন সফর শেষে এক সংবাদ সম্মেলনে তার বক্তব্যে ‘ মুক্তিযোদ্ধার নাতি-পুতিরা কোটা পাবে না, তো কি রাজাকারের নাতি-পুতিরা পাবে ‘ এমন প্রশ্ন রাখেন। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিবাদ মুখর হতে দেখা যায়।